তিনি কেবল “অসমাপ্ত আত্মজীবনী”
লিখেননি
তিনি শুধু “কারাগারের রোজনামচা”
লিখেননি
তিনি ৭ মার্চের কালজয়ী অমর
কাব্যময় ভাষন দিলেন যার মধ্যে
রোপিত ছিল স্বাধীনতার বীজ, মূলমন্ত্র
যা বিশ^ ঐতিহ্যের স্¦াক্ষর হয়ে থাকলো
তা সমগ্র বিশে^ এক বিস্ময়কর বিরল দৃষ্টান্ত
একটি স্বল্প দৈর্ঘ্যরে ভাষন অপূর্ব মহাকাব্য।
তাই তিনিও মহাকবি আর সাহিত্যিক
তিনি আর কেউ নন
তিনি আমাদের সর্বজনের প্রিয় বঙ্গবন্ধু
আমাদের চির স্মরণীয় জাতির পিতা
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী।