লুৎফর রহমান : সিরাজগঞ্জের তাড়াশে পুকুরের মাছের ক্ষতিকারক পোকা নিধনের জন্য “সম্ভাবনার দেশ এগ্রো লিমিটেডে ”কোম্পানির সিম্প কিলার বিষ প্রয়োগের ফলে এক মাছ চাষীর দুটি পুকুরের সুমুদয় মাছ মরে গেছে এতে ওই মাছ চাষীর ত্রিশ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
ঘটনাটি ঘটেছে রোববার বিকেলে উপজেলার বারুহাস ইউনিয়নের কাজিপুর গ্রামে। এলাকাবাসী সুত্রে জানা যায়, তাড়াশ পৌর এলাকার আসানবাড়ি গ্রামের মৃত সোহরাব আলীর ছেলে মো: আমগীর হোসেন পার্শ্ববতী কাজিপুর গ্রামে দু’টি পুকুর লীজ নিয়ে বিভিন্ন প্রজাতির মাছ চাষ করেছেন পুকুরে মাছের ক্ষতিকারক বিভিন্ন পোকা দেখা দিলে পার্শ্ববর্তী বিনসাড়া বাজারের কীটনাশক বিক্রেতা শাহ আলমের পরামর্শে তার দোকান থেকে সম্ভাবনার দেশ এগ্রো লিমিটেডে ”কোম্পানির সিম্প কিলার বিষ ক্রয় করে দুটি পুকুরে প্রয়োগ করি বিষ প্রয়োগের ৬ ঘন্টা পর পুকুরের চাষকৃত মৃঘেল,রুই,কাতলা,সিলভার,বিগহেড,গোলশা, জাপানী ও হাংরীসহ সুমুদয় মাছ মরে যায়।
মাছ চাষী আলমগীর হোসেন, বিষয়টি তাড়াশ উপজেলা মৎস্য কর্মকর্তা মশগুল আজাদ জানালে তিনি বলেন এই বিষপ্রয়োগ মাছ মরার সম্ভবনা অনেক বেশী।
সম্ভাবনার দেশ এগ্রো লিমিটেডে মার্কেটিং অফিসার শফিকুল ইসলাম বলেন,অফিসের কাজে নাটোর আছি।আমার করার কিছু নেই।কোম্পানী থাকলো আর না থাকলো কি এটা আমার দেখার বিষয় নয়।এবিষয় সম্ভাবনার দেশ এগ্রো লিমিটেডে ”র ম্যানেজিং ডিরেক্টর মো: রেজাউল করিম বলেন,ক্ষতিগ্রস্থ মাছ চাষী বিষয়টি আমাকে জানিয়েছেন তার সাথে আমাদের যোগাযোগ হচ্ছে। ক্ষতিপুরনের বিষটা ক্ষতিতে দেখা হচ্ছে।