চাটমোহর প্রতিনিধি :পাবনার চাটমোহরে রবিবার নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে ঐতিহাসিক ৭ মার্চ। জাতীয় দিবসটি পালনে উপজেলা প্রশাসন, পুলিশ, চাটমোহর পৌরসভা, আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠণ ও শিক্ষা প্রতিষ্ঠান পৃথক পৃথক কর্মসূচী গ্রহণ করে। কর্মসূচীর মধ্যে ছিল র্যালী, বঙ্গবন্ধুর ম্যূরালে পুষ্পস্তবক অর্পন, আলোচনা সভা,দোয়া মাহফিল, আলোকসজ্জা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।
সকালে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করে কর্মসূচীর সূচনা করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুল হামিদ মাস্টার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সৈকত ইসলাম ও সহকারী কমিশনার (ভূমি) শারমিন ইসলাম।এরপর পৌরসভার পক্ষে পৌর মেয়র এ্যাডভোকেট সাখাওয়াত হোসেন সাখোর নেতৃত্বে কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারী র্যালী করে এসে বঙ্গবন্ধুর ম্যূরালে পুষ্পস্তবক অর্পন করেন। সিনির সহকারি পুলিশ সুপার সজীব শাহরীন ও থানার ওসি আমিনুল ইসলামের নেতৃত্বে থানা পুলিশ পুষ্পস্তবক অর্পন করেন। এছাড়া পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর জেনারেল ম্যানেজার প্রকৌশলী মাশফিকুল হাসানের নেতৃত্বে পবিস-১ এর কর্মকর্তাবৃন্দ, বাংলাদেশ আওয়ামী লীগ চাটমোহর উপজেলা শাখা, চাটমোহর পৌর শাখা, বঙ্গবন্ধু পরিষদ পুষ্পস্তবক অর্পন করে।
উপজেলা প্রশাসনের আয়োজনে ইউএনও মো. সৈকত ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আ.হামিদ মাস্টার, ভাইস চেয়ারম্যান ইছাহক আলী মানিক, মহিলা ভাইস চেয়ারম্যান প্রভাষিকা ফিরোজা পারভীন, কৃষি অফিসার এ এ মাসুম বিল্লাহ, শিক্ষা অফিসার খন্দকার মাহবুবুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মগরেব আলী, হরিপুর ইউপি চেয়ারম্যান মো. মকবুল হোসেন, চাটমোহর প্রেসক্লাবের সাবেক সভাপতি হেলালুর রহমান জুয়েল প্রমূখ। চাটমোহর পৌরসভা মিলনায়তনে পৌর মেয়র এ্যাডভোকেট সাখাওয়াত হোসেন সাখোর সভাপতিত্বে ও সেনেটারী ইন্সপেক্টর আবুল কালাম আজাদ দুলালের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন, মহিলা ভাইস চেয়ারম্যান ফিরোজা পারভীন, আওয়ামী লীগ নেতা খন্দকার মাহবুব এলাহী বিশু, মোঃ শামসুজ্জোহা, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক তাপস রঞ্জন তলাপাত্র প্রমুখ।এদিকে চাটমোহর থানা পুলিশের উদ্যোগে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপনে বিকেল ৩টায় থানা ক্যাম্পাসে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার সজীব শাহরীন, উপজেলা চেয়ারম্যান আ. হামিদ মাস্টার, ইউএনও মোঃ সৈকত ইসলাম প্রমূখ।চাটমোহর পৌর আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের উদ্যোগে সকালে দলীয় কার্যালয়ে জাতীয় পতা উত্তোলনা, আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়। বক্তব্য দেন, পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ নাজিম উদ্দিন মিয়া, যুবলীগের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইসলাম জুয়েল।