আনোয়ার হোসেন সাগর: গত ০৭ মার্চ বেলা ১০ ঘটিকার সময় তাড়াশ উপজেলার ০৪ নং মাগুড়াবিনোদ ইউনিয়নের দোবিলা গ্রামে ধানের উৎপাদন বৃদ্ধি শীর্ষক এক কৃষি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ধান গবেষণা ইনিস্টিটিউট এর পরিচালনায় উক্ত প্রশিক্ষণে উপস্থিত ছিলেন ডাঃ মোফাজ্জেল হোসেন( প্রধান ব্রি আঞ্চলিক কার্যলয় সিরাজগঞ্জ ), এস এম শাহারিয়ার তন্ময় ( বৈজ্ঞানিক কর্মকর্ত ব্রি আঞ্চলিক কার্যলয় সিরাজগঞ্জ ) এবং মোঃ আনিছুর রহমান ( সহকারি বৈজ্ঞানিক কর্মকর্তা, ০৪ নং মাগুড়া বিনোদ ইউনিয়ন) । উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন দোবিলা গ্রামের বিষিষ্ট সমাজ সেবক মোঃ জহুরুল ইসলাম, মোঃ মোক্তার হোসেন, মোঃ ইসমাইল হোসেন ফাক্কু, মোঃ আব্দুর রশিদ, আকŸর হোসেন সহ আরো অনেকে । এখানে তাদের যে প্রশিক্ষণ দেওয়া হলো তাড়া কিভাবে তাদের এই বোরো ধানকে পোকা- মাকরের আক্রমন থেকে বাচাঁতে পারবো । তাড়া আরো বলেছেন যে ,ক্ষৃকদের যে কোনো সমস্যা হলে তাদের মাঠ কর্মকে জানাতে বলেছে । এ বিষয়ে এক কৃষক এর সাথে কথা বলে জানা যায় যে, তারা যখনই এই বোরো মৌসুমে বিপদে পড়বে, তখনি তারা আমাদের পাশে এসে দাঁড়াবে।