লুৎফর রহমান তাড়াশঃ সিরাজগঞ্জের তাড়াশে ১সন্তানের জননীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
নিহত গৃহবধূ জেসমিন আক্তার (২২)খালকুলা গ্রামের আনোয়ারের ইসলামের স্ত্রী ।শনিবার রাতে উপজেলার নওগাঁ ইউনিয়নের খালকুলা গ্রামে এ ঘটনা ঘটে।গৃহবধুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তাড়াশ থানার এস আই মাজেদুর রহমান ।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার রাজ্জাকমোড় এলাকার সুলতান মাহমুদের মেয়ে জেসমিন আক্তারের সাথে তাড়াশ উপজেলার খালকুলা গ্রামের আনোয়ার হোসেনের (২৬) এর ১০ বছর পূর্বে বিয়ে হয়। নিহতের বাবা সুলতান মাহমুদ অভিযোগ করে বলেন,বিয়ের সময় মেয়ের সূখের কথা ভেবে মেয়ের বাবা নগদ অর্থ, স্বর্নালংকার ও আসবাবপত্রসহ প্রায় ২ লাখ টাকার যৌতুক প্রদান করেন। তারপরও যৌতুক লোভী স্বামী আনোয়ার হোসেন ও তার পরিবারের লোকজন ফের ৫০ হাজার টাকা যৌতুক দাবী করে প্রায় তার মেয়েকে শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছিল।এরই ধারাবাহিকতায় শনিবার রাতে যৌতুকের দাবীতে বেধরক মারপিট করে।এ ঘটনায় তাড়াশ থানার ওসি ফজলে আশিক জানিয়েছেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুনন্নেছা মুজিব হাসপাতালে পাঠানো হচ্ছে। ময়না তদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারন জানা যাবে। স্থানীয়রা জানান, নিহত গৃহবধূ জেসমিনের বিষয়টি মিটমাট করতে সকাল থেকে দুপুর পর্যন্ত দুই পক্ষের মধ্যে সালিশী বৈঠক চলছে।