গুরুদাসপুর প্রতিনিধি : নাটোরের গুরুদাসপুরে সরকারি বঙ্গবন্ধু টেকনিক্যাল বিজ্ঞান ও প্রযুক্তি কলেজ নিয়ে টানাহেচরা চলছে। তৎকালীন অধ্যক্ষ সাঈদুল ইসলাম সাঈদ কতিপয় ব্যক্তির মদদে কলেজটি কৌশলে গ্রাম থেকে শহরে নিয়ে যান। এলাকাবাসীর দাবি গ্রামের কলেজ গ্রামেই ফিরে আসুক।
জানা যায়, উপজেলার বেড়গঙ্গারামপুর গ্রামে কলেজটি প্রতিষ্ঠিত হয় ২০০৯ সালে। গ্রামাঞ্চলের সুবিধাবঞ্চিত ছেলে-মেয়েদের কারিগরি শিক্ষার প্রসার ঘটাতে এলাকাবাসী ওই কলেজটি প্রতিষ্ঠিত করেন। কলেজের কার্যক্রম চলছিল ঠিকঠাকই। কিন্তু অধ্যক্ষ সাঈদ ২০১৫ সালে কলেজটি কৌশলে গুরুদাসপুর পৌর সদরে স্থানান্তর করেন। তিন বছর আগে কলেজটির প্রতিষ্ঠাতা সভাপতি জালাল উদ্দিন শাহ নাটোরের সহকারি জজ আদালতে গ্রামের কলেজ গ্রামে ফিরিয়ে আনতে অধ্যক্ষ সাঈদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। সাঈদ ওই কলেজের অধ্যক্ষ নয় বলে গত ৮ নভেম্বর স্বাক্ষীপ্রমাণ শেষে রায় দেন বিজ্ঞ আদালত। সেই সাথে সাঈদ কলেজটিতে অনুপ্রবেশ করতে পারবেন না, কোনো রেজুলেশন, নিয়োগ প্রদানসহ কোনোপ্রকার হস্তক্ষেপ করতে পারবেন না বলেও রায়ে উল্লেখ করা হয়।
এ ব্যাপারে সাঈদ হাইকোর্টে আপিল করলেও বিজ্ঞ আদালত তার বিরুদ্ধেই রায় দেন। এছাড়া বেড়গঙ্গারামপুর গ্রামেই পূর্বের ন্যায় কলেজের কার্যক্রম চালানোর নির্দেশ দেন আদালত। বর্তমানে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্বে রয়েছেন মো. বাবুল আক্তার বাবু।