চাটমোহর প্রতিনিধি: পাবনার চাটমোহরে গত বুধবার রাত দশটার দিকে আগুনে দুটি দোকান পুড়ে গেছে। চোখের সামনে আয়ের উৎস পুড়তে দেখে দোকান দুটির মালিকরা ঘটনাস্থলেই জ্ঞান হারিয়ে ফেলেন। দোকান মালিক দুই জনকে হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে। আগুনে পুড়ে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগীরা জানিয়েছেন। আগুনের সুত্রপাত হয় বৈদ্যুতিক গোলযোগ (শটসার্কিট) থেকে।
মানিকসহ স্থানীয়রা জানান, দোকান দুটির একটি কসমেটিকসের, অপরটি জুতার। জনি সু স্টোর নামের জুতা দোকানটি জনাব আলীর আর কসমেটিকসের দোকানটি রঞ্জু মিয়ার। পারফিউমের বোতল একে একে বিস্ফোরণ হতে থাকায় দুর্ঘটনার সময় কসমেটিকসের পুরো দোকান ধোয়াচ্ছন্ন হয়ে পড়ে, কিছুই দেখা বা বোঝা যাচ্ছিল না। খবর পেয়েই দমকল বাহিনী আর পুলিশ ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহযোহিতায় আগুন নিয়ন্ত্রণে আনেন।