চাটমোহর প্রতিনিধি: মাগবিরের আজান হচ্ছে, নামাজ পড়ার প্রস্তুতি নিচ্ছি এমন সময় আগুনের ধোয়া ঘর থেকে বের হচ্ছে। দরজা দিয়ে উঁকি দিতেই দেখি ঘরে আগুন জ্বলছে। ৬ মাস পূর্বে স্বামীকে হারিয়েছি, জমিজমা নেই, সরকারি খাস জায়গায় বসবাস করছি। গত তিনদিন হলো শিশু সন্তানদের নিয়ে খোলা আকাশের নিচে বসবাস করছি। খেয়ে না খেয়ে দিন যাচ্ছে এমন আহাজারির কথা কান্না জড়িত কন্ঠে বললেন বিধবা আনোয়ারা খাতুন। বিধবা আনোয়ারা খাতুনের বাড়ি পাবনার চাটমোহর উপজেলার গুনাইগাছা ইউনিয়নের পৈলানপুর গ্রামে। সে পৈলানপুর গ্রামের মৃত আনোয়ার হোসেন স্ত্রী। বড়াল নদীর পাড়ে খাস জমিতে তিনি বসবাস করছিলেন। গত সোমবার সন্ধার দিকে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে আগুন লেগে যায়। মহুর্তের মধ্যে আগুনে ঘরে রাখা মালামাল পুড়ে সর্বশান্ত হয়ে যায় বিধবা।
গুনাইগাছা ইউনিয়ন পরিষদের মহিলা ইউপি সদস্য নাছিমা খাতুন জানান, স্বামীর মৃত্যুর পর দুইটি শিশু সন্তান নিয়ে বিধবা আনোয়ারা খাতুন বসবাস করছিলেন। তাছাড়া তার নিজের ডান পায়ে কেটে যাওয়ায় কাজ কর্ম কিছুই করতে পারে না। আনোয়ারা খোলা আকাশের নিচে বসবাস করছে। সরকারি খাস জায়গা পূর্নবাসনের দাবি জানিয়েছেন। এব্যাপারে স্থানীয় জনপ্রতিনিধিসহ উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ক্ষতিগ্রস্ত আনোয়ারা খাতুন।