সিংড়া প্রতিনিধি : নাটোরের সিংড়া উপজেলার চামারী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকার মনোনয়ন প্রার্থী ইউনিয়ন আওয়ামীলীগের সহসভাপতি মোঃ রবিউল করিম রবির রাজিম মৃধা নামে এক কর্মীকে মারপিট সহ তার সমর্থক মোঃ রফিকুল ইসলাম রফিকের বাড়ি ঘর লুটপাটের অভিযোগ উঠেছে প্রতিপক্ষ চামারী ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মোঃ রশিদুল ইসলামের ছোট ভাই আব্দুল আলীম সহ কয়েকজন চেয়ারম্যান সমর্থক ও কর্মীদের বিরুদ্ধে। গত বুধবার রাতে চেয়ারম্যান প্রার্থী রবির উঠান বৈঠককে কেন্দ্র করে এঘটনা ঘটে। এঘটনায় ৪ র্মাচ বৃহষ্পতিবার রাতে ভুক্তভোগী রাজিম ও রফিকুল বাদী হয়ে আব্দুল আলীম সহ ৭ জনকে আসামী করে সিংড়া থানায় গতকাল দুটি মামলা দায়ের করা হয়েছে।