চলনবিল বার্তা ডেস্ক: করোনা টিকা নেয়া ছাড়া চলতি বছর কেউ হজ করতে সৌদি আরব যেতে পারবেন না বলে জানিয়েছে সৌদি সরকার। হাব সভাপতি জানিয়েছেন, সৌদির নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নিতে এজেন্সিগুলোকে বলা হয়েছে। আর স্বাস্থ্য অধিদপ্তর বলেছে, লিখিত নির্দেশনা আসার পরপরই টিকা দেয়া শুরু করতে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে।
সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এবার বিদেশি হজ যাত্রীদের সৌদি যাওয়ার আগে করোনা টিকা নেয়া বাধ্যতামূলক। সৌদি সরকারের এমন সিদ্ধান্তের কথা নিশ্চিত করে হাব সভাপতি, যাত্রীদের দ্রুত টিকা নেয়ার পরামর্শ দিয়েছেন।সূত্র: নিউজ.২৪ বিডি।
চলনবিল বার্তা chalonbeelbarta.com