চাটমোহরে জাতীয় বীমা দিবস উদযাপন
চাটমোহর প্রতিনিধি : সারাদেশের ন্যায় মুজিব বর্ষের অঙ্গীকার বীমা হোক সবার শ্লোগানে সোমবার পাবনার চাটমোহরে জাতীয় বীমা দিবস ও বঙ্গবন্ধু বীমা মেলা উদযাপন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও স্থানীয় বিভিন্ন বীমা কোম্পানীর যৌথ উদ্যোগে দিবসটি উদযাপনে নানা কর্মসূচী গ্রহণ করেন। আয়োজনে মধ্য ছিল উপজেলা চত্বরে মানববন্ধন, সচেতনতা সৃষ্টিতে প্লেকার্ড ব্যানার প্রদর্শনী। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সৈকত ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তব্য দেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ইছাহক আলী, চাটমোহর প্রেসক্লাবের সভাপতি রকিবুর রহমান টুকুন, দৈনিক আমাদের বড়াল পত্রিকার বার্তা সম্পাদক এমএ জিন্নাহ, ডেল্টা লাইফ ইনসিওরেন্স কোম্পানী চাটমোহর উপজেলা এজেন্সী অফিসের ইনচার্জ মোঃ জাহাঙ্গীর আলম, পপুলার লাইফ ইন্সুরেন্স কোম্পানীর ইনচার্জ আব্দুল মজিদ, ফারইস্ট লাইফ ইন্সুরেন্স, জীবন বীমা করপোরেশনে ইনচার্জ ফিরোজ আহমেদ, চাটমোহর অনলাইন প্রেসক্লাবের সাধারন সম্পাদক সেখ সালাহ উদ্দিন ফিরোজ, হাসিনুর রহমান প্রমুখ। এসময় বিভিন্ন বীমা কোম্পানীর কর্মকর্তা, কর্মচারী, মাঠ কর্মীরাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।