গোলাম মোস্তফা : সিরাজগঞ্জের তাড়াশে কাটা গাঙের পাড়ের মাটি কেটে তাড়াশ-নাদোসৈয়দপুর গ্রামীণ সড়কের মাঝে ঐ গাঙের ওপর নির্মিত একটি ব্রিজের সংযোগ সড়কে মাটি দেওয়ার অভিযোগ তুলেছেন স্থানীয়রা।
সরেজমিনে দেখা গেছে, ব্রিজের দুপাশ থেকেই ভেক্যু মেশিন দিয়ে প্রায় অর্ধেক করে কাটা গাঙয়ের পাড় কেটে ব্রিজের সংযোগ সড়কে মাটি ফেলা হয়েছে। এ কাজের জন্য ভেক্যু মেশিনটি ব্রিজের নিচেই রাখা হয়েছে। স্থানীয় জিয়ারুল ইসলাম, সাদেক হোসেন, জয়ান আলী, জামাল মিয়া ও শাহানা খাতুন বলেন, জনদুর্ভোগ এড়াতে ব্রিজের কাজ দ্রুত শেষ করা প্রয়োজন। তাই বলে গাঙের পাড় নষ্ট করে নয়। কারণ চলনবিল অধ্যূষিত তাড়াশ উপজেলাসহ উত্তর অঞ্চলের পানি নিষ্কাশনের একমাত্র গাঙ এটি।
উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা যায়, আরটিআইপি-২ প্রকল্পের আওতায় ৪ কোটি ৪১ লাখ ৮ হাজার ৪শ’ ৪৮ টাকা ব্যয়ে ২০১৬ সালে তাড়াশ-নাদোসৈয়দপুর গ্রামীণ সড়কের সাইট খালের ওপর ৯৯ মিটার ব্রিজটির নির্মান কাজ শুরু করা হয়। ব্রিজটি নির্মানের শেষ সময় ছিলো ২০১৮ সালের মার্চ মাসের ৫ তারিখ পর্যন্ত। পরবর্তীতে ঠিকাদারি প্রতিষ্ঠানের আবেদনের প্রেক্ষিতে ২০২০ সালের এপ্রিল মাস পর্যন্ত সময় বর্ধিত করা হয়। ব্রিজ নির্মাণকারী ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স এ এস কনষ্ট্রাক্সনের ঠিকাদার জহরুল ইসলাম বলেন, গাঙ পুনঃখননের সময় গাঙের পাড়ের মাটি কৃষি জমির মধ্যে ধ্বসে যায়। জমির মালিকদের সাথে কথা বলে সেই মাটি সংযোগ সড়কে দেওয়া হচ্ছে। এ প্রসঙ্গে উপজেলা প্রকৌশলী মো. বাবলু মিয়া বলেন, সরেজমিনে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন। #