গোলাম মোস্তফা: সিরাজগঞ্জের তাড়াশে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে প্রায় ২ ঘন্টাব্যাপী সংঘর্ষের ঘটনায় মামলা পাল্টা মামলা দায়ের হয়েছে। এঘটনায় উভয় পক্ষের ১০জনকে গ্রেপ্তার করেছেন পুলিশ।
গ্রেপ্তারকৃত আসামীদের সোমবার সকালে সিরাজগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে ও এছাড়া পরিস্থিতি শান্ত রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে বলে নিশ্চিত করেছেন তাড়াশ থানার ওসি মো: ফজলে আশিক। গ্রেপ্তারদের মধ্যে ঘটনার দিন আফসার গ্রুপের ৭জনকে গ্রেপ্তার করেন ও রোববার রাতে অভিযান চালিয়ে ইদ্রিস গ্রুপের ৩জনকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃতরা হলেন, ইদ্রিস গ্রুপের জহুরুল ইসলাম, টিটু মিঞা ও কায়েম উদ্দিন।
তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ফজলে আশিক বলেন, থানায় উভয় পক্ষের পাল্টাপাল্টি মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় দুই গ্রুপের ১০জনকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়েছে। এছাড়া এলাকার পরিস্থিতি শান্ত রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
প্রসঙ্গত, রবিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল থেকে দফায় দফায় উপজেলার দিঘীসগুনা গ্রামে ইদ্রিস ও আফসার গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। প্রায় শতাধিক গ্রামবাসী দু’দলে বিভক্ত হয়ে লাঠি, সোটা, রাম দা, হাসুয়া, লোহার রডসহ দেশীয়ও অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় ১০ থেকে ১৫ টি দোকান ঘর হামলা চালিয়ে ভাঙচুর করে। এতে উভয় পক্ষের গুরুতর ১০ জনসহ অন্তত ৩০জন আহত হয়েছে।