গুরুদাসপুর প্রতিনিধি: নাটোরের গুরুদাসপুর উপজেলায় আজ মঙ্গলবার সকাল ১০ টায় আউট অব স্কুল চিল্ড্রেন এডুকেশন প্রোগ্রাম বাস্তবায়ন বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদ মিলনায়তনে লিড এনজিও সিংড়ার বেসরকারি সংস্থা পিকেএসএস এর আয়োজনে এবং উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহযোগিতায় অনুষ্ঠিত অবহিতকরণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থ’ানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল কুদ্দুস। উপজেলা নির্বাহি অফিসার মোঃ তমাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই কর্মশালায বিশেষ অতিথি হিসেবে উপ¯ি’িত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আলাল শেখ, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ রোখসানা আক্তার লিপি,নাটোর জেলা উপানুষ্ঠানিক শিক্ষা উন্নয়ন ব্যুরোর সহকারি পরিচালক মোঃ জালালুম বাঈদ এবং উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার খ, ম জাহাঙ্গির হোসেন।
শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন জেলা কর্মসুচি প্রধান আলাউদ্দিন হোসাইন।