হাদিউল হৃদয়: আন্তর্জাতিক মাতৃৃভাষা দিবস উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রনালয়ের সচিব কে, এম, আব্দুস সালাম।রবিবার (২১ ফেব্রুয়ারি) বিকালে তিনি বঙ্গবন্ধুর সমাধি সৌধে গিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। উল্লেখ্য, সচিব মহোদয় তাড়াশের কৃতি সন্তান।
এ সময় তিনি বঙ্গবন্ধুর মাজারে ফাতেহা পাঠ এবং বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহর মাগফেরাত কামনা করে ও বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ুু কামনাসহ বৈশ্বিক করোনা ভাইরাস থেকে দ্রুত মুক্তি চেয়ে দেশের কল্যাণ কামনায় করে বিশেষ মোনাজাতে অংশগ্রহণ করেন।পরে তিনি বঙ্গবন্ধু ভবনের সংরক্ষিত পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।এ সময় উপস্থিত ছিলেন সচিবের স্ত্রী প্রফেসর ইসরাত জাহান, মেয়ে প্রীতিজা পারমিতা, জামাতা রাকিবুল ইসলাম ও ছেলে ইসরার ইসতিয়াক। এছাড়াও টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী অফিসার এ কে এম হেদায়েতুল ইসলাম ও থানা অফিসার ইনচার্জ এ এফ এম নাসিম উপস্থিত ছিলেন।