বিশেষ প্রতিনিধি ঃ সিরাজগঞ্জের তাড়াশে ১টি দোকান ও বসত ঘর আগুনে পুড়ে গেছে। গত মঙ্গলবার (২৩ ফেব্রয়ারী) গভীর রাতে উপজেলার তালম ইউনিয়নের চৌড়া গ্রামে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ৩ লাখ টাকার মালামাল পুড়ে যায়।
বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য নাজির উদ্দিন তিনি বলেন, আগুনের টের পেয়ে গ্রামবাসীরা ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে না পারলে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে।স্থানীয়রা জানায় চৌড়া গ্রামের জয়নাল আবেদীনের ছেলে সাইদুর রহমান সাজু মঙ্গলবার রাতে তার দোকান বন্ধ করে পরিবার পরিজন নিয়ে ঘুমিয়ে পড়েন। হঠাৎ করে রাত ১টার দিকে আগুনের লেলিহান দেখতে পেয়ে বেরিয়ে দেখেন পার্শ্বে তার দোকান ঘরটি পুড়ে ছাই মুহুতেই আগুন বাড়িতে লেগে যায় রাতে এক পর্যায়ে আগুন সমস্ত বাড়িতে ছড়িয়ে পড়লে তার ২টি ঘর, ঘরে রাখা ধান, চাল, নগদ টাকা, আসবাব পত্র, ও দোকানে থাকা সমস্ত মালামাল সহ প্রায় ৩ লাখ টাকা মূল্যের সম্পদ পুড়ে ছাই হয়ে যায়।