ফারুক আহমেদঃ সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলা সলঙ্গার থানার ৪নং ঘুড়কা ইউনিয়ন পরিষদের ২০২১ সালের ১১ এপ্রিলে এবারের নির্বাচনে চেয়ারম্যান মনোনয়ন প্রত্যাশী মাদক ভেজাল ও বাল্যবিয়ের বিরুদ্ধে যার লড়াইসহ ইউনিয়নে শিক্ষা উন্নয়নে কাজ করা বিশিষ্ট সমাজসেবক ডাকলে যারে কাছে পাওয়ায় যার বিন্দু মাত্র অহংকার নেই। সেই ব্যক্তিত্ব জনাব নবু হোসেন (ভূলু) । জন জনজরীপে অন্যান্যের চেয়ে এগিয়ে তার নাম এখন তুঙ্গে। তিনি এ এলাকার বিভিন্ন রাজনৈতিক দল, সচেতন মহল, গ্রাম প্রধান মাতবার ও সাধারণ মানুষের পরামর্শ গ্রহণ করে এলাকার উন্নয়ননে নিবিড়ভাবে কাজ করে ইউনিয়নের সকল পেশার মানুষের কাছে উদীয়মান তরুণ সমাজসেবক হিসেবে খ্যাতি লাভ করেছেন। ব্যাপক জনপ্রিয়তার কারণে এলাকার নারী – পুরুষ সকলের কাছে তিনি অত্যন্ত জনপ্রিয়। হাটে বাজারে চায়ের দোকানে নির্বাচনের কথা উঠলেই সকলেই বাংলাদেশ আওয়ামীলীগের সলঙ্গা থানার সদস্য ও সাবেক প্রচার সম্পাদক জনাব নরু হোসেন( ভূলুর) কথা বলেন। তিনি আশা করেন এবার জননেত্রী শেখ হাসিনা যদি যাচাই বাছাই করে মোনোনয়ন দেন তাহলে আমি মোনোনয়ন পাবো ইনশাআল্লাহ।