গোলাম মোস্তফা : সিরাজগঞ্জের তাড়াশে গোন্তা আলিম মাদ্রাসার সুপার আব্দুল মান্নানকে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে বরখাস্ত করা হয়েছে। এ সংবাদটি প্রকাশ করায় তাড়াশ মডেল প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক হাদিউল হৃদয়কে খুনের হুমকি দিলেন সেই বরখাস্ত সুপারের নাতি ও তালম ইউনিয়ন আওয়ামীলীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক আলমাছ আলীর ছেলে আতিক হাসান।গত বুধবার সন্ধ্যায় সাংবাদিক হাদিউল হৃদয় জীবনের নিরাপত্তা চেয়ে তাড়াশ থানায় সাধারণ ডাইরী করেছেন। বিষয়টি নিশ্চিত করে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলে আশিক বলেছেন, সাংবাদিককে হুমকি দেওয়ার ঘটনাকে যথাযথ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।
জিডি সূত্রে জানা গেছে, গোন্তা আলীম মাদ্রাসার সুপার বরখাস্তর সংবাদটি তাড়াশ নিউজ ২৪ প্রকাশের পর সাংবাদিক তার ফেসবুক আইডিতে শেয়ার করে বিভিন্ন জনকে ট্যাগ করেন। এরই জের ধরে সুপারের নাতি আতিক গত মঙ্গলবার রাত ৮টা ৪৩ মিনিটে এই (০১৭৫১-৯৮৬৪৪৫) নম্বর থেকে তাকে ফোন দেন। এ সময় তাকে গালাগাল করে প্রাণে মেরে ফেলার হুমকি দেন। এদিকে তাড়াশ মডেল প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক হাদিউল হৃদয়কে খুনের হুমকি দেওয়ার ঘটনাকে তীব্র্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হেলাল আহম্মেদ, সিরাজগঞ্জ রিপোর্টাস ইউনিটির সভাপতি জেহাদুল ইসলাম ও তাড়াশ মডেল প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা।