উল্লাপাড়া প্রতিনিধি ঃ কেক কর্তন, র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে সিরাজগঞ্জের সলঙ্গায় দৈনিক আজকের সিরাজগঞ্জ পত্রিকার ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। গত শনিবার বিকেলে দৈনিক আজকের সিরাজগঞ্জ পত্রিকার স্টাফ রিপোর্টার শাহ আলী জয়ের আয়োজনে এ প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয় । উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,সলঙ্গা প্রেসক্লাবের সভাপতি মো: কোরবান আলী।
এসময় সলঙ্গা থানা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব রায়হান গফুর, সাধারণ সম্পাদক আতাউর রহমান লাভু, সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক শামসুজ্জামান আলো, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আনোয়ার পারভেজ লিমন, উপ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক নাসিমুর রহমান নাসিম, উপ-দপ্তর সম্পাদক এস. এম আহসান হাবিব এহসান, হাটিকুমরু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেদায়তুল আলম রেজা,সলঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগের নব নির্বাচিত সভাপতি আকমল হোসেন বাদশা,সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, সাংবাদিক সোহেল রানা,রেজাউল করিম,আব্দুল মতিন সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।