স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জ জেলার সলঙ্গার থানার গোজা মৌজায় গাড়–দহ নদীর উপর সিরাজগঞ্জ- বনপাড়া জাতীয় মহাসড়কে ব্রিজ রয়েছে। এটা সলঙ্গা গোজা ব্রিজ নামে পরিচিত। উক্ত ব্রিজের পশ্চিম প্রান্ত বাসস্ট্যান্ড হিসেবে ব্যবহৃত হচ্ছে যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ । ব্রিজটির পশ্চিম প্রান্ত ভূমি থেকে অনেক উঁচু। যাত্রীদের বাসে ওঠা-নামা ও দাঁড়ানোর জন্য পর্যাপ্ত জায়গা নেই। যাত্রীরা ঝুঁকি নিয়ে ব্রিজের পশ্চিম প্রান্তের ঢাল বেয়ে নিচে নামে ও উপরে ওঠে। এমতাবস্থায় উক্ত স্থানটিতে বাসসহ অন্যান্য যানবাহন দাঁড়ানো, যাত্রী ওঠা-নামা বন্ধ করা উচিৎ। উক্ত স্থানটির সন্নিকটেই পূর্বে রামারচর চৌরাস্তার মোড় অবস্থিত। সেটি বাসস্ট্যান্ড হওয়ার উপযোগী। অজ্ঞাত কারণে সেটিকে বাসস্ট্যান্ড হিসেবে ব্যবহার না করে সলঙ্গা গোজা ব্রিজের পশ্চিম প্রান্ত বাসস্ট্যান্ড হিসেবে ব্যবহৃত হচ্ছে। এ বিষয়ে হাটিকুমরুল হাইওয়ে থানার ওসির দৃষ্টি আকর্ষণ করেও কোন ফল হয় নি। উক্ত বিষয়ে সলঙ্গা গোজা ব্রিজ ও রামারচর চৌরাস্তার মোড়ের নিকটবর্তী কুতুবেরচর গ্রামের বাসিন্দা কাজী মতি বলেন, রামারচর চৌরাস্তার মোড় বাসস্ট্যান্ড হওয়ার উপযোগী হওয়া সত্ত্বেও অজ্ঞাত কারণে ঝুঁকিপূর্ণ সলঙ্গা গোজা ব্রিজের পশ্চিম প্রান্ত বাসস্ট্যান্ড হিসেবে ব্যবহৃত হচ্ছে। তিনি সলঙ্গা গোজা ব্রিজের পশ্চিম প্রান্তের পরিবর্তে রামারচর চৌরাস্তার মোড়কে বাসস্ট্যান্ড করার দাবি করেন।