ডাঃ আমজাদ হোসেন মিলন: দীর্ঘ ১৭ বছরেও সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা আওয়ামীলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়নি। আর ১৭ বছর পর আগামী শনিবার (২৭ ফেব্রুয়ারী) শহরের মোমেনা আলী বিজ্ঞান কলেজ মাঠে আওয়ামীলীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ সম্মেলনকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামীমীলীগের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে। সম্মেলনকে জাঁকজমকপূর্ণ করতে আওয়ামীলীগের দলীয় প্রধান কার্যালয়, গুরুত্বপূর্ণ স্থান ও সড়কে আলোকসজ্জাসহ বিভিন্ন স্থানে রঙ্গিন পোস্টার সাজানো হয়েছে। অপরদিকে সম্মেলনকে কেন্দ্র করে কে হচ্ছেন আগামী দিনের সভাপতি ও সাধারণ-সম্পাদক তা নিয়ে চলছে নানা জল্পনাকল্পনা।১৭ বছর পর উল্লাপাড়া আওয়ামীলীগের সম্মেলন শনিবার। স্থানীয় আওয়ামীলীগের একাধিক নেতাকর্মীরা জানান, দীর্ঘ ১৭ বছর আগে উল্লাপাড়া উপজেলা আওয়ামীলীগের সম্মেলন হয়েছিলো।