উল্লাপাড়া প্রতিনিধিঃ সংযোগ সড়কক না থাকায় কাজে আসছে না ৫৪ লাখ টাকা ব্যয়ে নির্মিত সেতু। বছর চারেক আগে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের পূর্ব সাতবাড়ীয়া গ্রামে দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আওতায় ২০১৬-২০১৭ অর্থ বছরে সেতুটি নির্মাণ করা হয়।কিন্তু সেতু নির্মাণের ৪ বছর পেরিয়ে গেলেও হয়নি সংযোগ সড়ক। ফলে সেতু দিয়ে মানুষ কোনও রকমে পার হলেও যানবাহন চলাচল করতে পারছে না।মানুষের চলাচল সেভাবে না থাকায় কৃষকরা সেতুটি ধান শুকানোর কাজে ব্যবহার করছেন। আর বর্ষা মৌসুমে একেবারেই চলাচল বন্ধ হয়ে যায়। সেতু থাকা সত্বেও নৌকায় পারাপার হতে হয় জনগনের।সেতু উদ্বোধনের সময় দু’পাশে সংযোগ সড়ক নির্মাণের জন্য প্রতিশ্রুতি দেয়া হয়েছিলো কিন্তু প্রায় ৪ বছর পার হলেও সেই সড়কক আর নির্মিত হয়নি। ফলে চরম দুর্ভোগে পড়েছেন এই সেতু দিয়ে প্রতিদিন চলাচলরত প্রায় ১০ হাজার মানুষ।