চাটমোহর প্রতিনিধি : চাটমোহর পৌর সদরসহ আশে-পাশের গ্রামে-গঞ্জে চুরির প্রবণতা বেড়েছে। শুক্রবার সহ গত কয়েকদিনে কয়েকটি চুরির সংগঠিত হয়েছে। জানা গেছে, শুক্রবার দুপুরে গুনাইগাছা ইউনিয়নের জালেশ্বর গ্রামের মৃত শাহজাহান আলীর ছেলে আশরাফুল ইসলামের বাড়ি আঙিনা থেকে একটি অটোভ্যান চুরি হয়ে গেছে। আশরাফুল ইসলাম জানায়, দুপুর ১টার দিকে বাড়ি আঙিনায় লোহার শিকল দিয়ে তালাবদ্ধ ছিল। কিছুক্ষণ পরে দেখি অটোভ্যানটি নেই। অটোভ্যানটি দাম ৪৫ হাজার টাকা।
অপরদিকে নতুন বাজার হাইস্কুল মার্কেটে ‘অমিত স্টোর’ ফাস্ট ফুড কর্ণারে টিনের চালা কেটে চুরির ঘটনা ঘটেছে।গত বুধবার গভীর রাতে চোরেরা দোকানের পেছন দিকের ঢেউটিনের চাল কেটে ভিতরে প্রবেশ করে মোবাইল সেট, সিগারেটসহ বেশকিছু মালামাল চুরি করে নিয়ে গেছে। অমিত কুমার পাল জানান চুরির ঘটনায় তার প্রায় ১০ হাজার টাকা লোকসান হয়েছে।