আবুল কালাম আজাদ
নাটোরের গুরুদাসপুর উপজেলায় আজ মঙ্গলবার সকাল ১০ টায় আউট অব স্কুল চিল্ড্রেন এডুকেশন প্রোগ্রাম বাস্তবায়ন বিষয়ক অবহিতকরন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।উপজেলা পরিষদ মিলনায়তনে ইমপ্লিমেনটশেন সাপোর্ট এজেন্সী ( আইএসএ) ও সিংড়ার বেসরকাি সংস্থা পিকেএসএস এর আয়োজনে এবং উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহযোগিতায় অনুষ্ঠিত অবহিতকরন কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল কুদ্দুস।
উপজেলা নির্বাহি অফিসার মোঃ তমাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই কর্মশালায বিশেষ অতিথি হিসেবে ্পস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আলাল শেখ, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ রোখসানা আক্তার লিপি,নাটোর জেলা উপানুষ্ঠানিক শিক্ষা উন্নয়ন ব্যুরোর সহকারি পরিচালক মোহাঃ জালালুম বাঈদ এবং উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার খ, ম জাহাঙ্গির হোসেন।শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন জেলা কর্মসুচি প্রধান আলাউদ্দিন হোসাইন। অতঃপর আউট অব স্কুল চিল্ড্রেন এডুকেশন প্রোগ্রাম বাস্তবায়ন বিষয়ক অবহিতকরন কর্মসুচির মুল প্রবন্ধ পাঠ করেন পিকেএসএস এর নির্বাহি পরিচালক ডেইজি আহমেদ। মুল প্রবন্ধে তিনি বলেন-চতুর্থ প্রাথমিক উন্নয়ন কর্মসুচি ( পিইডিএফ-৪) এর মুল লক্ষ্য হলো, প্রাক প্রাথমিক হতে ৫ম শ্রেনি পর্যন্ত সকল বিদ্যালয়গামী শিশুর একিভুত , সমতা ভিত্তিক ও মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করা। এ লক্ষ্য অর্জনে উদ্দেশ্যসমুহ হচ্ছে- সকল বিদ্যালয়ে মানসম্মত শিখন শেখানো পদ্ধতি প্রয়োগের মাধ্যমে শিশুকে শিক্ষাক্রমের শ্রেনিভিত্তিক দক্ষতাসমুহ অর্জনে সক্ষম করা , বিদ্যালয়ে গমনোপযোগি সকল শিশুর বিদ্যালয়ে অংশগ্রহনে শিক্ষার পরিবেশ নিশ্চত করা, শিক্ষার ধারাবাহিকতা নিশ্চিত করা এবং মানসম্মত শিক্ষা অর্জনে সক্ষম করা এবং শক্তিশালী প্রশাসন,পর্যাপ্ত ও ন্যায়সঙ্গত অর্থায়ন,এবং প্রাথমিক শিক্ষা ব্যবস্থার সুষ্ঠু ব্যবস্থার উন্য়ন যাতে প্রাথমিক শিক্ষা পদ্ধতি , দক্ষতা ও সমতা এবং ন্যায়সঙ্গত মানের শিক্ষা অর্জনে সক্ষম করা যায়।