লুৎফর রহমান তাড়াশ
সিরাজগঞ্জে তাড়াশে পুলিশ অভিযান চালিয়ে ৬ জুয়ারীকে আটক করেছে। আটককৃতরা হলেন তাড়াশ উপজেলার নওগাঁ ইউনিয়নের পংরৌহালী গ্রামের শাহ আলমের ছেলে আব্দুস সোবাহান (৪৫) একই গ্রামের আব্দুস সামাদের ছেলে গোলাম মোস্তফা (৩০) একই ইউনিয়নের বিরইল গ্রামের আব্দুল আজিজের ছেলে আংগুর ফকির (৩৫) নওগাঁ গ্রামের জয় সিং ছেলে শ্রী সাধন (৪৮) চাটমোহর উপজেলার রায়নগর গ্রামের আরশেদ আলীর সাদ্দাম(২৫)জিরাইনগর গ্রামের জালেক সর্দারের ছেলে ফজলু রহমান (৩২) এসময় তাদের কাছ থেকে নগদ অর্থ এবং জুয়া খেলার সামগ্রী জব্দ করা হয়।
রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মান্নাননগর হান্ডিয়াল রাস্তার পার্শ্বে জুয়া খেলা অবস্থায় জুয়ার আসরে অভিযান চালিয়ে ৬ জুয়ারুকে আটক করে থানায় নিয়ে আসে। তাড়াশ থানা ওসি ফজলে আশিক,বলেন আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের পর সিরাজগঞ্জ জেলহাজতে পাঠানো হয়।