লুৎফর রহমান :সিরাজগঞ্জের তাড়াশে যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবসের প্রথম প্রহর শনিবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে তাড়াশ কেন্দ্রীয় শহীদ মিনারে সংসদ সদস্য ডাঃ মোঃ আব্দুল আজিজ, উপজেলা নির্বাহী অফিসার মেজবাউল করিম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ম.ম.আমজাদ হোসেন মিলন প্রথমে পুষ্পমাল্য অর্পণ করেন।
২১ ফেব্রয়ারী রবিবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেজবাউল করিমের সভাপতিত্তে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য ডাঃ মোঃ আব্দুল আজিজ।এ সময় আরো বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভুমি মোঃ ওবায়দুল্লাহ ,সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল হক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন খান,তাড়াশ থানা ওসি ফজলে আশিক,কৃষি সম্পসারন কর্মকর্তা নাগিব মাহফুজ,সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাবুল শেখ প্রমুখ।