গোলাম মোস্তফা: সিরাজগঞ্জের তাড়াশে নওগাঁ ইউনিয়নের বড়সিলা থেকে নওগাঁ ভাংশিং পাড়া রাস্তার মাঝে নির্মিত সেতুটির দুই পাশে সংযোগ সড়ক নাই। এ কারণে স্থানীয়রা সেতুর উপর দিয়ে যাতায়াত করতে পারছেননা।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা গেছে, দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দে সেতু/কালভার্ট নির্মাণ প্রকল্পের আওতায় গ্রামীণ জনগোষ্ঠীর যোগাযোগ ব্যবস্থার উন্নতিকল্পে ২০১৮-১৯ অর্থ বছরে ২৫ লাখ ৭৪ হাজার ৬শ ৭১ টাকা ব্যয়ে ৩২ ফুট দৈর্ঘ্যর এ সেতুটি নির্মাণ করা হয়।সরেজমিনে দেখা যায়, সেতুর নিচে বোরো ধানের জমির আইল দিয়ে মোটরসাইকেল নিয়ে ও পায়ে হেঁটে যাতায়াত করছেন লোকজন। স্থানীয় ভুক্তভোগী আব্দুর রহিম, আমানত আলী, কাজেম আলী, সোনাভান ও কুলছুম খাতুন বলেন, সেতুটি নির্মাণের পর দুইপাশে নাম মাত্র মাটি ফেলা হয়। যা সামান্য বৃষ্টিতেই ধসে গেছে। এরপর বছর পেরিয়ে গেল তারা সেতুটির উপর দিয়ে যাতায়াত করতে পারছেননা। এ প্রসঙ্গে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. নুর মামুন সাপ্তাহিক চলনবিল বার্তাকে বলেন, সেতুর দুই পাশে মাটি দেওয়া হয়েছিলো। কিন্তু বৃষ্টিতে ধসে গেছে। শিগগিরই অন্য কোনো প্রকল্পের আওতায় মাটি ফেলে সেতুটি চলাচল উপযোগী করা হবে।