চলনবিল বার্তা ডেস্ক: বিনামূল্যে দেশের মানুষের জন্য টিকা নিশ্চিত করতে সরকারিভাবেই দেশজুড়ে চলবে টিকা দান কর্মসূচী। প্রধানমন্ত্রীর এমন নির্দেশনার কথা জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ড. এ বিএম আব্দুল্লাহ।
টিকা কার্যক্রম সরাসরি মনিটর করছেন প্রধানন্ত্রী, এ কথা জানিয়ে ড. আব্দুল্লাহ বলেছেন, দেশের সব মানুষকে ভ্যাক্সিনের আওতায় না আসা পর্যন্ত তা অব্যাহত থাকবে। ২৭ জানুয়ারী কুর্মিটোলা হাপাতালের সেবিকা রুনু ভেরনিকা কস্তার দেহে প্রয়োগের মাধ্যমে বাংলাদেশে শুরু হয় করোনা টিকার কার্যক্রম। এই ভাইরাসের সংক্রমণে সারা বিশ্ব আক্রান্ত হলেও এর টিকা কার্যক্রম শুরু হয়েছে গুটি কয়েক দেশে। যার মধ্যে বাংলাদেশ অন্যতম।করোনা মহামারীর শুরু থেকেই ভ্যাক্সিন নিয়ে সরকার এবং সরকার প্রধানের সু নির্দিষ্ট পরিকল্পনা এবং তার বাস্তবায়নের ফলেই দ্রুততম সময়ের মধ্যে করোনা টিকা পেয়েছে বাংলাদেশ। এমন অভিমত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগের সাবেক চেয়ারম্যান ড. এ বিএম আব্দুল্লাহ । তিনি আরও জানান, পৃথিবীর অনেক দেশ এখনও টিকার মুখ দেখেনি। কবে নাগাদ তারা টিকা পাবে তা কেউ জানে না। সেখানে আমরা আগেই টিকা পেয়েছি এটা আমাদের জন্য বড় অর্জন। আমরা ভাগ্যবান। প্রধানমন্ত্রীর দক্ষ নেত্রীতে আমরা টিকার দিক দিয়ে সফলতা অর্জন করেছি।সূত্র: বিডি নিউজ ২৪।