জাকির আকন : সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার শহরের শিশু পার্কের পুকুরের পাড় ধসে বড় বড় গাছ ধসে পড়ছে। ভাঙ্গনরোধে গাইড ওয়াল নির্মাণ না করায় শিশু পার্কের আগত দশনার্থীরা অসন্তোষ প্রকাশ করছেন । সরজমিনে জানা যায়, তাড়াশ তাড়াশ উপজেলার শহরের পুরাতন হাস মুরগীর খামারের পুকুর পাড়ে ২০১৪ সালে শহরের শিশু বিনোদনের জন্য শিশু পার্কটি স্থাপন করা হয় । শিশু পার্কটির সৌন্দর্য্য বর্ধনে বিভিন্ন প্রাণীর ডামি ও সরঞ্জাম স্থাপন হলে পুকুরের ভাঙ্গন রোধে গাইড ওয়াল নির্মাণ করা হয়নি । প্রতিদিনই পার্কের উত্তর ও পুর্ব পার্শ্বে রাস্তা ও গাছ পুকুরের ধসে বিলিন হতে যাচ্ছে । আস্তে আস্তে শিশু পার্কের জায়গা ও কমে আসছে । দর্শনার্থী মোহাম্মদ আলী মিন্টু মিয়া জানান শিশু পার্কটির গাছ ধসে পড়ছে । ভাদাস গ্রামের আলহাজ্ব আবেদ আলী জানান, পুকুরের ভাঙ্গনে অনেক গাছ ও রাস্তা হারিয়ে গেছে । তিনি আরো জানান আমরা ৫ বছর আগে যে রাস্তা দিয়ে এই খামাওে আসতাম তা নেই । এ বিষয়ে তাড়াশ পৌরসভার সচিব মোঃ আশরাফুল ইসলাম ভুইয়া জানান, শিশু পার্কটির গাইড নির্মাণের জন্য প্রকল্প নেওয়া হয়েছে কাজ শুরু করা হবে ।