গোলাম মোস্তফা
সিরাজগঞ্জের তাড়াশে জমিদার আমলে শুরু হওয়া ঐতিহ্যবাহী দইমেলা এখনও চালু রয়েছে। স্বরস্বতী পূঁজা উপলক্ষে মঙ্গলবার তাড়াশ কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সকাল-সন্ধা এ দইয়েরমেলা বসে।সরেজমিনে দেখা যায়, মেলায় দূরদূরান্ত থেকে এসে অনেক ব্যবসায়ি দইয়ের দোকান নিয়ে বসেছেন। এসব দোকান থেকে মানুষ আনন্দ মুখর পরিবেশে দই কিনছেন।
এসময় আবুদর রাজ্জাক ও নুরুন্নবী নামে দুইজন ক্রেতা বলেন, মেলায় বিভিন্ন স্বাদের দই পাওয়া যায়। এবারও তিন রকমের দই কিনেছেন।
দই ব্যবসায়ী কার্তিক ঘোষ, গোবিন্দ ঘোষ, অনিল ঘোষ, সুকুমার ঘোষ ও সোহানুর রহমান বলেন, একসময় তাদের বাপ-দাদারা তাড়াশের ঐতিহ্যবাহী দইমেলায় আসতেন। মেলায় বেচা-বিক্রিও ভালো।