রায়গঞ্জ থেকে স.ম আব্দুস ছাত্তারঃ সিরাজগঞ্জের রায়গঞ্জে নব-নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের সংর্ধ্বনা ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা ১১ টায় পৌর ভবন চত্ত্বরে দ্বিতীয় বারেরমত নির্বাচিত পৌর মেয়র আব্দুল্লাহ আল-পাঠানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন রায়গঞ্জ-তাড়াশের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ আব্দুল আজিজ। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রায়গঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আব্দুল হাদি আল-মাজী জিন্নাহ, সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ হৃদয়, সাবেক সহ-সভাপতি সাইদুল ইসলাম চাঁন, রায়গঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম, রায়গঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে.এম রফিকুল ইসলাম, রায়গঞ্জ পৌর আওয়ামীলীগের সভাপতি আলহাজ বাবুল আক্তার, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মেহেদী হাসান ইলিয়াস, সাধারণ সম্পাদক আল-আমিন সরকার, নব-নির্বাচিত কাউন্সিলর জিয়া উদ্দিন, পৌর সহকারী প্রকৌশলী আবু রায়হান প্রমূখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন নব-নির্বাচিত কাউন্সিলর ওবায়দুল ইসলাম চপ্পল। আলোচনা সভা পূর্ববর্তীতে নব-নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের ফুলেল সংর্ধ্বনা প্রদান করা হয়।