গোলাম মোস্তফা ও লুৎফর রহমান :
তাড়াশ উপজেলা আওয়ামীলীগের সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে ভোটে নির্বাচিত বীর মুক্তিযোদ্ধা ম. ম. আমজাদ হোসেন মিলন সভাপতি ও সঞ্জিত কর্মকারকে সাধারণ সম্পাদক ঘোষণা করেন সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা কে এম হোসেন আলী হাসান।
রবিবার বেলা ১১ টার দিকে সিরাজগঞ্জের তাড়াশে উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে রাজধানীর সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্যে রাখেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, দেশের মানুষ বিএনপি থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। এ কারণে তারা জনগণ ও পুলিশকে নিজেদের প্রতিপক্ষ মনে করছেন। তারা রাস্তা দখল করে সমাবেশ করার নামে পুলিশের উপর হামলা চালিয়ে দেশকে অস্থিতিশীল করার হীন পায়তারা করছেন। তিনি আরো বলেন, বিএনপি ইস্যূ সংকটে ভুগছেন। দেশে সংবিধান অনুযায়ী যথা সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে ভোটাররা যাকে ভোট দেবেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তা মেনে নেওয়ার সৎ সাহস রাখেন।
সম্মেলনের প্রথম অধিবেশন তাড়াশ কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়। এতে সভাপত্বি করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. আব্দুল হক। উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকারের সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, বাংলাদেশ আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ড. রোকেয়া সুলতানা, বাংলাদেশ আওয়ামীলীগের সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা, সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা কে এম হোসেন আলী হাসান, সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ- সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু ইউসুফ সূর্য, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ইসাহাক হোসেন, সেচ্ছা সেবকলীগের প্রেসিডিয়াম সদস্য ও সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য তানভীর শাকিল জয়, সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজ ও সিরাজগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ম. ম. আমজাদ হোসেন মিলন। সন্মানিত অতিথির বক্তব্য দেন, বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা ড. হোসেন মনসুর। প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করেন, সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার। এছাড়াও বক্তব্য দেন সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান খাঁন, সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগেল প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক শামসুজ্জামান আলো, সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের সদস্য ইমরুল হোসেন তালুকদার প্রমূখ। #