জাকির আকন : বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এবং সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এম,পি বলেন, একটি দল দেশে-বিদেশে বসে দেশের ও সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। গতকাল রাস্তা দখল করে সমাবেশ করার নামে পুলিশের উপর হামলা করেছে । আন্দোলনে ব্যর্থ হয়ে হঠকারিতা ও জানমালের ধ্ব্সং সরকার মেনে নেবে না । জনগণ ও পুলিশকে প্রতিপক্ষ হিসেবে দাঁড় করানোর চেষ্টা করছে । শেখ হাসিনা সরকারের প্রতি দেশবাসি ও জনগণের আস্থা রয়েছে । করোনা কালের সংকট কাটিয়ে শেখ হাসিনা সরকার দেশকে উন্নয়নের দিকে নিয়ে যাচ্ছে । সংবিধান অনুযায়ী যথাসময়ে দেশে নির্বাচন অনুষ্ঠিত হবে ।
গতকাল ১৪ ফেব্রুয়ারী সকাল ১১টায় ঢাকা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তাড়াশ উপজেলা আওয়ামীলীগের ত্রিবার্ষিক কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন । সম্মেলনের উদ্ধোধন করেন সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতিকে,এম হোসেন আলী হাসান। উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আব্দুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধাণন সম্পাদক ও সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এম,পি । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এস,এম কামাল হোসেন, বাংলাদেশ আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডঃ রোকেয়া সুলতানা, বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা ,বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় উপকমিটির সদস্য সিরাজগঞ্জ – ৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল আজিজ, সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য প্রকৌশলী তানভির শাকিল জয়, বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় উপদেষ্টা কমিটির সদস্য ডঃ হোসেন মনসুর, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুস সামাদ তালুকদার প্রমুখ।