স.ম আব্দুস ছাত্তার : সিরাজগঞ্জের রায়গঞ্জে বীর মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির অনিয়ম ও দূর্নীতির প্রতিবাদে উক্ত বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান করেছেন।
গত বুধবার সকাল ১১টায় রায়গঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। ২০১৭ সালের বেসামরিক গেজেট ভূক্ত বীর মুক্তিযোদ্ধা যাচাই-বাছাইয়ে মঞ্জুরকৃত “ক” তালিকার ৯জন বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যবর্গ বিক্ষোভ সমাবেশের আয়োজন করেন। সমাবেশে প্রতিবাদ বক্তব্য শেষে তারা স্থানীয় উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাজিবুল আলমের মাধ্যমে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বরাবরে স্মারকলিপি পেশ করেন। স্মারকলিপিতে উল্লেখ করা হয় “ক” তালিকায় সুপারিশকৃত গেজেটভূক্ত বীর মুক্তিযোদ্ধা ১৫ জনের মধ্যে ৩০ জানুয়ারী অনুষ্ঠিত যাচাই-বাছাই কমিটি শুধু ৬ জনের আবেদন মঞ্জুর করেন। বাকী ৯ জনের আবেদন না মঞ্জুর করেন। স্বাক্ষীরা সঠিকভাবে স্বাক্ষ্য প্রদানের পরও ঐ ৯ জনকে না মঞ্জুর করা হয়েছে। নির্দেশ থাকা সত্বেওও মৃত মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে কোন উদারতা দেখানো হয়নি। ২০১৭ সালের “গ” তালিকা থেকে ২ জন ও “ক” তালিকা থেকে যে ৬ জন উত্তীর্ণ হয়েছেন তাদের কোন স্বাক্ষী ছিল না। অপরপক্ষে না মঞ্জুরকৃত ৯ জনের স্বাক্ষী উপস্থিত থাকা সত্বেওও তাদের স্বাক্ষ্য গ্রহণ করা হয়নি। বরং তাদের সাথে অসৌজন্যমূলক আচারণ করা হয়েছে। ২০১৭ সালে যাচাই-বাছাই কমিটি ও বর্তমান কমিটিতে একই ব্যক্তিগণ থাকা সত্বেও এ অনিয়ম দূনীতি করা হয়েছে বলে উল্লেখ করা হয়। স্মারকলিপিতে অনতিবিলম্বে এর প্রতিকার ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে জোড় দাবি জানানো হয়।