আবুল কালাম আজাদ : নাটোরের গুরুদাসপুরে চাঁদাবাজির মামলায় নাজিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শওকত রানা লাবুকে (৪৬) কারাগারে পাঠিয়েছেন আদালত।
গত সোমববার চীফজুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মো. গোলাম ফারুকের আদালত জামিন শুনানী শেষে জেল হাজতে পাঠানো হয় তাঁকে। আশ্রয়ন প্রকল্পে হতদরিদ্রদের ঘর দেওয়ার নামে চাঁদাবাজির এক মামলায় উচ্চ আদালতের আদেশে জামিনে ছিলেন তিনি। বাদিপক্ষের আইনজীবি মো. নওয়াব আলী জানান,- ২০১৭ সালে সরকারি আশ্রায়ণ প্রল্পের আওতাধীন হতদরিদ্রদের ঘর বরাদ্দ দেয়ার কথা বলে তাঁর ব্যক্তিগত সহকারি (পিএস) মো. নুরুল ইসলামের মাধ্যমে মামলার বাদী মো. জালাল উদ্দিনের কাছ থেকে ৫০ হাজার টাকা ঘুষ নিয়েছিলেন চেয়ারম্যান শওকত রানা লাবু । কিন্তু তাঁকে ঘর বা ঘুষের ৫০ হাজার টাকার কোনটাই দেওয়া হয়নি। এ ঘটনায় ভুক্তভোগী মো. জালাল উদ্দিন গত বছরের ১২ নভেম্বর গুরুদাসপুর থানায় চেয়ারম্যান শওকত রানা লাবু ও তার ব্যক্তিগত সহকারী নুরুল ইসলামের বিরুদ্ধে মামলা দায়ের করেন । এ মামলায় পিএস নুরুল ইসলাম গ্রেপ্তার হয়ে জেল খাটলেও চেয়ারম্যান উচ্চ আদালত থেকে জামিন নিয়েছিলেন।