সিংড়া প্রতিনিধি : নাটোরের সিংড়ায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির উপজেলা শাখার সাধারণ সম্পাদক তারেকুজ্জামান লিটনকে (৪২) লোহার রড দিয়ে পিটিয়ে রক্তাক্ত করেছে গোলাম রাব্বানী (২০) নামে এক যুবক। সে শোলাকুড়া গ্রামের মহিদুল ইসলামের পুত্র। আহত লিটন পেট্রোবাংলা মহল্লার জসমত আলীর পুত্র। পরে লিটনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। রবিবার বিকেলে সিংড়া বাসষ্ট্যান্ডে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত লিটনের ভাই হাসিবুল হাসান সিংড়া থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, রবিবার বিকেল ৩ টার সময় বাংলাদেশ পুস্তক, প্রকাশক ও বিক্রেতা সমিতি, সিংড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক লিটন সমিতির সদস্যদের নিয়ে আগামী ১২/০২/২০২১ইং তারিখে নাটোর জেলা কমিটির সঙ্গে সাধারণ মিটিংয়ের জন্য লালপুর যাওয়ার উদ্দেশ্যে গাড়ী ভাড়া নিতে গিয়ে শোলাকুড়া গ্রামের মহিদুল ইসলামের ছেলে গোলাম রাব্বানীর (২০) দোকানে গিয়ে একজন ব্যক্তির খোঁজ করলে সে ক্ষীপ্ত হয়ে লিটনকে লোহার রড দিয়ে মাথায় আঘাত করে এবং পরবর্তীতে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।