স্টাফ রিপোর্টার: তাড়াশ উপজেলায় হালনাগাদ স্মার্ট জাতীয় পরিচয়পত্র ভোটারদের মধ্যে আনুষ্ঠানিকভাবে বিতরণ শুরু হয়েছে গত বৃহস্পতিবার থেকে। উপজেলার সগুনা ইউনিয়নে পরিষদ প্রাঙ্গনে বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন ইউএনও মেজবাউল করিম।
উল্লেখ্য, উপজেলার ৮ ইউনিয়নের ৮৪০ জন ভোটারের হাতে এ পর্যায়ে স্মার্ট জাতীয় পরিচয়পত্র তুলে দেয়া হবে।
স্মার্ট কার্ডের বিতরণের সময়সূচি: ১৩ ফেব্রুয়ারী দেশীগ্রাম, ১৪ ফেব্রুয়ারী মাধাইনগর, ১৫ এবং ১৬ ফেব্রুয়ারী তাড়াশ সদর, ১৭ ও ১৮ ফেব্রুয়ারী বারুহাস , ২০ ফেব্রুয়ারী নওগাঁ, ২২ ফেব্রুয়ারী মাগুড়াবিনোদ,এবং ২৩ ও ২৪ তালম ইউনিয়ন পরিষদ।