বড়াইগ্রাম প্রতিনিধি: আগামী ১৪ তারিখ নাটোরের বড়াইগ্রাম পৌরসভা নির্বাচন। এ নির্বাচন নিয়ে প্রার্থীরা যার যার মত প্রচার-প্রচারণা নিয়ে ব্যস্ত। ভোটের দিন যতই ঘনিয়ে আসছে প্রার্থীদের চোখের ঘুমকে জলাজ্ঞলি দিয়ে তাদের প্রচারণাও ততোই বাড়ছে । প্রতিটি ভোটারের বাড়ি বাড়ি গিয়ে নানাভাবে ভোটও চাইছেন প্রার্থীসহ ভোটকর্মীরা ।
এ পৌরসভায় ভোট প্রচারণায় ত্যাগী প্রার্থীদের মধ্যে পাঞ্জাবী প্রতীকের ভোট প্রচারণা এখন চোখে পড়ার মত।
ভোট প্রচারণায় সুমধুর কণ্ঠে মাঠে এখন সরব মাইকিংসহ প্রার্থীদের ভোট কর্মীরাও। দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনাও করছেন তারা । চা’য়ের স্টল থেকে শুরু করে বাড়ি বাড়ি এখন ভোটারদের মুখে মুখে নির্বাচনী গুন্জণ। সৎ-যোগ্য,নিষ্ঠাবান ও সমাজসেবকের জয় হোক। যার হাতে সংস্কার হবে দুর্ণীতি-সন্ত্রাস। উৎশৃঙ্খলমুক্ত, ডিজিটাল গ্রীন-ক্লিন সমাজ গঠনে যাদের ভূমিকা হবে অবাধ।