শাহজাদপুর প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে এক গৃহবধূর লাউ-বেগুনের ক্ষেত থেকে সাতটি ককটেল উদ্ধার করেছে পুলিশ ও র্যাব। এ ঘটনায় ভয় পেয়ে অজ্ঞান হয়ে পড়েছেন ওই গৃহবধূ।
গত বুধবার সকালে ওই উপজেলার কায়েমপুর ইউনিয়নের বনগ্রাম দক্ষিণপাড়ায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী আঞ্জুয়ারা বেগম ওই গ্রামের মজনু প্রামাণিকের স্ত্রী। আঞ্জুয়ারা বেগম বলেন, সকালে আমি বাগান থেকে লাউ-বেগুন আনতে যাই। ওই সময় একটি মাটির হাড়ির মধ্যে লাল স্কচটেপ পেঁচানো ককটেলগুলো দেখে ভয়ে জ্ঞান হারিয়ে ফেলি। কিছুক্ষণ পর জ্ঞান ফিরে চিৎকার দিলে বাড়ির লোকজন এসে আমাকে উদ্ধার করে ও পুলিশে খবর দেয়। শাহজাদপুর থানার ওসি শাহিদ মাহমুদ খান জানান, পুলিশ ঘটনাস্থল থেকে ককটেলগুলো উদ্ধার করে নিরাপদ স্থানে রাখে। আশপাশের লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে ওই এলাকা ঘিরে রাখা হয়েছে। এছাড়া একই সময় গোপন সংবাদের ভিত্তিতে পার্শ্ববর্তী চর আঙ্গারু গ্রামের আব্দুর রাজ্জাকের জমি থেকে ৩১টি ঢাল উদ্ধার করা হয়েছে