আনোয়ার হোসেন সাগর : গত ১১ ফেব্রুয়াারি ২০২১ বৃহস্পতিবার রাত ১০ ঘটিকার সময় সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার ৪ নং মাগুরাবিনোদ ইউনিয়নের মান্নাননগর বাজারে মাইক্রোবাস এবং মোটরসাইকেলের সংঘর্ষে দুইজন আহত হয়েছে।
জানা যায় , মোটরসাইকেলটি উক্ত ইউনিয়নের ঘরগ্রাম থেকে এসে মান্নাননগর বাজারে হাইওয়ে পারাপারের সময় উক্ত সংঘর্ষটি ঘটে। আহত দুজনকে ঢাকায় এক হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং এই ঘটনা ঘটার পর মাইক্রোবাস চালক সেখান থেকে পালিয়ে গেছে। আহত হয়েছেন উক্ত ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের আমবাড়িয়া গ্রামের মোঃ নাজমুল হুদা রবি এবং উক্ত ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের হামকুড়িয়া গ্রামের মোঃ আব্দুল আলিম। সেখানকার লোকজনের থেকে জানা যায় যে, তাদের এক বন্ধু মারা যাওয়ার খবর শুনে তারা দুজন সেখানে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে ।মাইক্রোবাসটির চালক পলাতক। তাই সাধারণ জনগণের একটাই চাওয়া যে, মান্নাননগর বাজারে একটা জেব্রা ক্রসিং এবং পদচারী ব্রীজ নির্মাণের এর ব্যবস্থা করা হোক। যদি এই জেব্রা ক্রসিং ও পদচারী সেতুর ব্যবস্থা করা হয় তবে এ ধরনের দুর্ঘটনা হবার সম্ভাবনা অনেক কমে যাবে।