চলনবিল বার্তা ডেস্ক: বাংলাদেশে ৬৬ শতাংশের বেশি মানুষ করোনার টিকা নিতে আগ্রহী। সম্প্রতি যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয় এবং ফেসবুকের পরিচালিত এক জরিপে এই তথ্য পাওয়া গেছে। জরিপে ১ লাখ ৫২ হাজার বাংলাদেশি ফেসবুক ব্যবহারকারী অংশ নেন।
জরিপ অনুযায়ী সর্বোচ্চ সিলেট বিভাগের ৭২ দশমিক ২৮ শতাংশ লোক টিকা নিতে আগ্রহী। আর সর্বনিম্ন রংপুর বিভাগের ৬৩ দশমিক ৪৪ শতাংশ লোক টিকা নিতে চান। এছাড়া ঢাকা বিভাগের ৬৩ দশমিক ৫১, বরিশাল বিভাগের ৬৮ দশমিক ৭৩, চট্টগ্রাম বিভাগের ৬৯ দশমিক ৫৩, খুলনা বিভাগের ৬৮ দশমিক ৪৫ এবং রাজশাহী বিভাগের ৬৬ দশমিক ৯৮ শতাংশ লোক টিকা নিতে চান। বিশ্বের বিভিন্ন দেশে করোনার টিকা নেওয়ার ক্ষেত্রে মানুষের আগ্রহে ভিন্নতা দেখা গেছে। যেমন, ভিয়েতনামের ৮৬ শতাংশ মানুষ টিকা নিতে চান আর ভারতের ৭২ শতাংশ মানুষ টিকা নিতে আগ্রহী। এদিকে করোনা ভাইরাসের টিকা গ্রহণে পুরুষের চেয়ে নারীর সংখ্যা বেশি। দেশব্যাপী চলমান করোনা টিকাদান কাযৃক্রমে গত শনিবার পর্যন্ত ৮ লাখের বেশী লোক টিকা নিয়েছেন।সূত্র: বাংলাদেশ জার্নাল ।