চলনবিল বার্তা ডেস্ক : পবিত্র রজব মাসের চাঁদ অগত শুক্রবার বাংলাদেশের আকাশে কোথাও দেখা যায়নি। ফলে পরদিন শনিবার পবিত্র জমাদিউস সানি মাস ৩০ দিন পূর্ণ হয়েছে এবং আজ রোববার থেকে পবিত্র রজব মাস গণনা করা হবে।
এই হিসাবে আগামী ২৬ রজব ১৪৪২ হিজরী, ২৬ ফাল্গুন ১৪২৭ বঙ্গাব্দ, ১১ মার্চ দিবাগত রাতে পবিত্র শবে মিরাজ পালিত হবে। গত শুক্রবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো.আলতাফ হোসেন চৌধুরী। সূত্র: আমাদের সময়।