এম. রহমতউল্লাহ্
দোবিলা, তাড়াশ, সিরাজগঞ্জ।
তোমার ভাষা আমারভাষা
প্রাণের ভাষা বাংলা ভাষা।
আমার আকাশে বাতাসে
সুন্দর স্বপ্নিল পরিবেশে
আমার হৃদয় নিংড়ানো
আশার আশা
প্রাণের বাংলা ভাষা।
হায়নার কবলে নির্যাতনের
বিষাক্ত ছোবলে
ক্ষত বিক্ষত দুঃখিনী আমার
মুক্তি পেয়েছো
আমার কর কোমলে।
কত রক্ত শিমুল পলাশের ডালে
বাহান্নর একুশে ফেব্রুয়ারী
স্মৃতি চিহ্ন আমার লাল সবুজ পতাকা
কত ভাইয়ের রক্তে রঞ্জিত
বাংলার হাহাকার বুক
তোমার হৃদয়ে রমমতায়
আমি খুঁজে পাই সুখ।
তুমি আমার হলে
হাজার বছরের ব্যাথাতুর বেদনায়
কত স্বপ্ন সোহাগে
তিলেতিলে স্বরূপে এলে
মায়াময় এ বাংলায়।