হাদিউল হৃদয়: সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একযোগে কোভিড-১৯ টিকাদান কার্যক্রম শুরু হয়েছে।রোববার (৭ ফেব্রুয়ারি) সকালে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি। উদ্বোধন করে তিনি প্রথম ব্যক্তি হিসেবে টিকা গ্রহণ করেন। টিকা নেওয়ার পর তিনি জানান, উপজেলায় প্রথম টিকা নিতে পেরে তিনি আনন্দিত। তিনি পুরোপুরি সুস্থ রয়েছেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেজবাইল করিম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ওবায়দুল্লাহ, থানা অফিসার ইনচার্জ মো: ফজলে আশিক, উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডাঃ জামাল মিয়া শোভন, আবাসিক চিকিৎসক ডাঃ রুম্মন হোসেন, সদর ইউপি চেয়ারম্যান বাবুল শেখ, তাড়াশ মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমান প্রমূখ।
এ প্রসঙ্গে উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডাঃ জামাল মিয়া শোভন, রেজিস্ট্রেশনের ভিত্তিতে সরকারি নির্দেশনা মাফিক কাজে ফ্রন্ট লাইনাররা আগে টিকা পাবেন। এর মধ্যে চিকিৎসক, আইনশৃঙ্খলা বাহিনী, সরকারি প্রশাসনের কর্মকর্তা ও সাংবাদিক অগ্রাধিকার পাবেন। তিনি আরো বলেন, তাড়াশে এ পর্যন্ত ৬ হাজার ১’শ ১০ টিকার ডোজ এসেছে।