মোাঃএমরান আলী:
সিংড়ায়প্রথমপর্যায়েকরোনা সম্মুখ যোদ্ধা স্বাস্থ্য,কর্মী,পুলিশ,সাংবাদিক,মুক্তিযোদ্ধা,সরকারী কর্মকর্তা ও জনপ্রতিনিধিসহ ১৬ ক্যাটাগরির ৫হাজার মানুষকেকরোনাভাইরাসেরটিকা দেবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো ১০ হাজার ডোজটিকাইতোমধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে পৌছেছে। শুক্রবারসকালসাড়ে ১১টায় স্বাস্থ্য অধিদপ্তরেরপাঠানো এই টিকার ডোজগ্রহনকরেনউপজেলা স্বাস্থ্য ও পরিবারপরিকল্পনাকর্মকর্তা ডাঃ মোঃআমিনুলইসলাম। এসময়উপস্থিত ছিলেনউপজেলাসহকারীকমিশনার (ভুমি) ও উপজেলাভারপ্রাপ্তনির্বাহীঅফিসার মোঃরকিবুলহাসান,উপজেলাপরিষদের ভাইস চেয়ারম্যানকামরুলহাসানকামরানসহচিকিৎসক ও স্বাস্থ্য কর্মী। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃআমিনুলইসলামজানান,আগামীরবিবারপ্রথমপর্যায়ে টিকাদানকর্মসূচীকার্যক্রম শুরুহবে। ইতোমধ্যে স্বাস্থ্য কর্মীদের টিকা দেওয়ারপ্রশিক্ষনসম্পন্নহয়েছে। পরেরপর্যায়ে ৫৫ উর্দ্ধো বয়সেরমানুষেরজন্য অনলাইনেনিবন্ধনকরেটিকা দেয়া কর্মসুচি উন্মুক্ত থাকবে।