প্রেস বিজ্ঞপ্তি
বগুড়া জেলার শেরপুর থানাধীন ভবানীপুরে র্যাবের অভিযানে গাঁজা সহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।বৃহস্পতিবার(০৪ ফেব্রুয়ারী ২০২১ খ্রীঃ) সকাল ০৮.৩৫ ঘটিকায় গোপন সাংবাদের ভিত্তিতে অত্র ব্যাটালিয়নের স্পেশাল কোম্পানীর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার,সহকারী পুলিশ সুপার মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ এর নেতৃত্বে র্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল বগুড়া জেলার শেরপুর থানাধীন ভবানীপুর ইউনিয়নের জামনগর গ্রামস্থ আসামী মোঃমাহবুবুর রহমান এর বাড়িতে অভিযান চালিয়ে ০১ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এছাড়া ও তাহার নিকট থেকে মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ০২ টি মোবাইল জব্দ করা হয়।গ্রেফতারকৃত আসামী ১। মোঃমাহবুবুর রহমান(৪০),পিতা- মৃত জব্বার প্রমাণিক, সাং-জামনগর শেরপুর,২। মোঃ ইয়াছিন শেখ(২৩),পিতা-মোঃ আলম শেখ,সাং-সালকুড়ি, উভয় থানা-শেরপুর, জেলা-বগুড়া।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে বগুড়া জেলার শেরপুর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর সরনী ১৯(ক)ধারায় মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ তাকে উক্ত থানায় হস্তান্তর করা হয়েছে।এ ধরণের মাদক বিরোধী অভিযান সচল রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র্যাব-১২ বদ্ধপরিকর। র্যাব-১২ কে তথ্য দিন – মাদক , অস্ত্রধারী ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।