স্টাফ রিপোর্টার : তাড়াশ উপজেলার তালম ইউনিয়নের গুল্টা আদিবাসী বালিকা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে গত ২৬ জানুয়ারী এক বিশেষ চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে । সিরাজগঞ্জস্থ প্রফেসর এম.এ.মতিন মেমোরিয়াল বিএনএসবি বেজ আই হসপিটাল এর উদ্যোগে ইউকেএইড এর অর্থায়নে ও স্থানীয় পরিবর্তন সংস্থার সহযোগীতায় শুধুমাএ ্আদিবাসিদের জন্য উক্ত বিশেষ চক্ষু শিবির আয়োজন করা হয় । দিনব্যাপী ক্যাম্পে যে সকল চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসা সেবা প্রদান করেন তারা হচ্ছেন : মোহাম্মদ আলী অফথ্যালমিক প্যারামেডিক্স, মজিবর রহমান রিফ্লাকশোনিস্ট, সাব্বির হায়দার এমএলওপি ও আরিফুল বারি এমএলওপি। ক্যাম্পটির সার্বিক পরিচালনায় ছিলেন টি,এম মাহমুদুল হাসান আইও।
উক্ত ক্যাম্পে মোট ৬৭ জন আদিবাসী পুরুষ-মহিলা চক্ষু রোগী চিকিৎসা গ্রহণ করেন। তাদের মধ্যে চশমা প্রদান করা হয় ২০ জনকে, ওষুধ প্রদান করা হয় ৪০ জনকে এবং ছানী রোগী ভর্তি হয়েছে ১২ জন। উল্লেখ্য, উক্ত হাসপাতালের সহযোগীতায় পরিবর্তন সংস্থা ইতোপূর্বেও তাড়াশে আদিবাসী এবং প্রতিবন্ধীদের আরো ৩টি চক্ষু শিবির বাস্তবায়ন করে।