প্রেস বিজ্ঞপ্তি
বুধবার (২৭ জানুয়ারী ২০২১ খ্রীঃ) রাত ০১.৪০ ঘটিকায় গোপন সাংবাদের ভিত্তিতে স্পেশাল কোম্পানীর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার, (মিডিয়া অফিসার) সহকারী পুলিশ সুপার মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ এর নেতৃত্বে র্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন সিরাজগঞ্জ রোডস্থ ঢাকা টু বগুড়া মহাসড়কে মা জেনারেল হাসপাতালের সামনে পূর্ব পাশের্^ পাকা রাস্তার উপর অস্থায়ী চেক পোষ্ট স্থাপণ করে যানবাহন তল্লাশির এক পর্যায়ে একটি ট্রাক হতে ৫০০ বোতল ভারতীয় আমদানী নিষিদ্ধ ফেন্সিডিল, ১টি (অঝঐঙক খঊণখঅঘউ) ট্রাক এবং ২ টি মোবাইল ফোন সহ ২ জন মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামী ১। মো সাকিবুল ইসলাম জনি (২১), পিতা মো Ŧ আলাউদ্দিন, সাং- তাঁতিপাড়া ২। মো Ŧ রমজান শেখ (২৪) পিতা মো রফিকুল ইসলাম সাং- ভীমপুর, উভয়ের থানা- পাঁচবিবি, জেলা- জয়পুরহাট। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে ঞযব ঝঢ়বপরধষ চড়বিৎং অপঃ,১৯৭৪ এর ২৫ (ই) ধারায় উদ্ধারকৃত আলামতসহ তাহাকে সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।