জাকির আকন, তাড়াশ প্রতিনিধি : সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার গোন্তা মাদ্রাসার সুপার তালেবুর রেজা মোঃ আব্দুল মান্নান মাত্র ১১ বছরের দাখিল পাশ আর মাদ্রাসার সুপার পদে ১৬ বছর বয়সে যোগদান করে রীতিমতো অবাক কার নানা জালিয়াতি ঘটনার জন্ম দিয়েছেন । তিনি কামিল পাশ করার আগেই কামিল পাশ দেখিয়ে প্রতিষ্ঠানের সুপার পদে যোগদান করে সরকারী বেতন ভাতা উত্তোলন আর সনদ জালিয়াতির অভিযোগে সাময়িক বরখাস্ত হয়েছেন। মাদ্রাস শিক্ষা বোর্ডেররেজিষ্টার বরাবর মাদ্রাসা কমিটির সভাপতি প্রেরিত স্মারক নং গোনতা আলিম মাদ্রাসা/সভাপিত/০৫/২০২১, তারিখ ১০/০১/২১ এর অভিযোগ সুত্রে জানা যায়, তাড়াশ উপজেলার গোন্তা মাদ্রাসার সুপার তালেবুর রেজা মোঃ আব্দুল মান্নান ১৯৬৭ সালে জন্ম গ্রহণ করে ১৯৭৮ সালে মাত্র ১১ বছরের দাখিল পাশ আর ১৯৮৪ সালে বিধি বহির্ভুত ভাবে ১৬ বছর বয়সে মাদ্রাসার সুপার পদে যোগদান করেছেন। ১৮ বছরের নিচে চাকুরির বয়স এর বিধি উপেক্ষা মাত্র ১৬ বছর বয়সে চাকুরিতে যোগদান করতে জালিয়াতি আর অনিয়মের নানা পন্থা অবলম্বন করেছেন তালেবুর রেজা মোঃ আব্দুল মান্নান । সুপার পদে তালেবুর রেজা মোঃ আব্দুল মান্নান এর কামিল পাশ লেখা ১৯৮৫ সালে বেতন শীটে দেখা গেলেও তার কামিল পাশের সনদে পাশের বছর ১৯৮৬ লেখা আছে । এম,পি,ও শীটে টি,আর মোঃ আব্দুল মান্নান আর বেতন বিলের শীটে তালেবুর রেজা মোঃ আব্দুল মান্নান নামসহ বিভিন্ন গড়মিল দেখা যায় । গত ২৬ ডিসেম্বর মাদ্রাসা পরিচালনা কমিটির সিদ্ধান্ত মোতাবেক সভাপতি মোঃ আবুল বাশার সুপার তালেবুর রেজা মোঃ আব্দুল মান্নান কে সাময়িক বরখাস্ত করে প্রতিষ্ঠানের সহকারী অধ্যাপক মোঃ আবু বক্কও সিদ্দিক কে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসাবে দায়িত্ব প্রদান করেছেন । এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা , জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও রেজিষ্টার মাদ্রাসা বোর্ড , ঢাকা এর নিকট স্মারক নং গোনতা আলিম মাদ্রাসা/সভাপিত/০৫/২০২১, তারিখ ১০/০১/২১ এর নিকট পত্র প্রেরণ করেছে । তাড়াশ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফকির জাকির হোসেন জানান, মাদ্রাসা সুপারের বিরুদ্ধে অভিযোগ ও জালিয়াতি বিষয়ে একটি পত্র পাওয়া গেছে আমরা এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করতে পারবো না উর্ধতন কতৃপক্ষ ব্যবস্থা নিবেন । সভাপতি মোঃ আবুল বাশার সুপার জানান সনদ জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগে সুপারকে বরথাস্ত করা হয়েছে সাময়িক বরখাস্ত হওয়ার পরে ও তালেবুর রেজা মোঃ আব্দুল মান্নান প্রতিষ্ঠান প্রধান হিসাবে কমিটি বাতিলের জন্য পত্র দিয়েছে এবং মিথ্যার আশ্রয় নিচ্ছে । অভিযুক্ত তালেবুর রেজা মোঃ আব্দুল মান্নান অভিযোগ অস্বীকার করে বলেন কামিল পাশ করার আগে কমিটি ভুল করে ২ বছর আগেই কামিল পাশ দেখিয়েছে ।