ডাঃ আমজাদ হোসেন মিলন উল্লাপাড়া প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের এনায়েতপুরে তিনতলা ভবনের ছাদ থেকে পড়ে পরিছন নেছা (৫৫) নামে এক গৃহকর্মী নিহত হয়েছেন।বুধবার সন্ধ্যায় এনায়েতপুর থানার কেজি মোড় এলাকার তালুকদারবাড়িতে এ ঘটনা ঘটে।
বৃহস্পতিবার সকালে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে ওই গৃহকর্মীর মরদেহ পাঠানো হয়।নিহত পরিছন নেছা গোপিনাথপুর আরকান্দি গ্রামের মৃত আয়নাল হকের স্ত্রী। তিনি দীর্ঘদিন ধরে তাঁতি আফসার আলী তালুকদারের বাড়িতে গৃহকর্মীর কাজ করছিলেন। মৃত্যুর কারণ জানতে তদন্ত চলছে বলে জানান এনায়েতপুর থানার ওসি আতাউর রহমান।
স্থানীয় সূত্রে জানা যায়, পরিছন নেছা চার বছর ধরে তাঁতি ব্যবসায়ী আফসার আলীর বাড়িতে গৃহকর্মী হিসেবে কাজ করছিলেন। বুধবার সন্ধ্যার দিকে তিনি ছাদ থেকে পড়ে যান। এতে তিনি গুরুতর আহত হলে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় স্থানান্তর করেন চিকিৎসকরা। পরে রাতে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়
|